আবাসিক হোস্টেলের সুযোগ-সুবিধা সমূহ।
- দূরবর্তী ছাত্র/ছাত্রীদের জন্য ২০০ আসন বিশিষ্ট মোট ৪টি আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে (২টি ছাত্র ও ২টি ছাত্রী হোস্টেল)।
- আবাসিক ছাত্র/ছাত্রীদের নিরাপত্তার জন্য হোস্টেলগুলো সম্পূর্ণ সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয়।
- হোস্টেলের নিজস্ব রুটিন মেনে নির্ধারিত সময়ের মধ্যে হোস্টেলে প্রবেশ ও বাইরে গমন ব্যবস্থা রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করা এবং নির্ধারিত সময়ের মধ্যেই তিন বেলার খাবার গ্রহণ করতে হয়।
- শুধুমাত্র ISIT-র নিজস্ব ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধা দেওয়া হয়। বাইরের কোন ক্যাম্পাস অথবা বহিরাগতদের হোস্টেলে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
- প্রত্যেক হোস্টেলে নিজস্ব ক্লিনারের মাধ্যমে সার্বক্ষণিক হোস্টেল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।
- ছাত্র/ছাত্রীদের পড়াশুনার তত্ত্বাবধান ও শৃঙ্খলা মনিটরিং এর জন্য প্রতিটি হোস্টেলে নিজস্ব শিক্ষকদের সমন্বয়ে রয়েছে আলাদা আলাদা হোস্টেল সুপার, একজন হোস্টেল ইনচার্জ ও হোস্টেল কো-অর্ডিনেটর।
- আবাসিক ছাত্র/ছাত্রীদের পড়াশুনা, ভালো রেজাল্ট করার জন্য রয়েছে স্পেশাল কেয়ারিং ও তত্ত্বাবধান ব্যবস্থা ।
- সুস্বাদু ও পরিচ্ছন্ন রান্নার জন্য প্রতিটি হোস্টেলে রয়েছে আলাদা বাবুর্চি, কিচেন রুম, ডাইনিং রুম ও সুপেয় পানির ফিল্টারিং ব্যবস্থা। এছাড়া ক্লিনার, গার্ড, বাজারকারীও রয়েছে।
- সপ্তাহের সাত দিনের খাবারের জন্য রয়েছে মান সম্মত নির্দিষ্ট খাবার মেনু।
- হোস্টেলে কোন ধরণের নেশা জাতীয় দ্রব্য রাখা বা খাওয়া, আড্ডা, রাজনৈতিক আলোচনা ও পড়াশুনার পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে ছাত্রত্ব ও আবাসিকতা বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ।