p

ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি

 

তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। আধুনিক এই যোগাযোগ ব্যবস্থায় আমাদের জীবন যাপনের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। এই পরিবর্তনশীল সময়ের সাথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে এল কম্পিউটার প্রযুক্তি। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্বনির্ভরশীল ব্যক্তিহিসাবে গড়ে তুলতে হলে কম্পিউটার টেকনোলজি পড়ার বিকল্প কিছু হতে পারেনা।

একমাত্র কম্পিউটার টেকনোলজিই পারে বহুমুখি কর্মসংস্থানের সুযোগ করে দিতে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজি অপরিহার্য। ২০১১ সালে প্রতিটি কোর্সে কম্পিউটার বাধ্যতামুলক করা হয়েছে।

সমস্ত- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ই-গভর্নেস চালু করতে যাচ্ছে, সেহেতু অনুমান করা যাচ্ছে যে, কম্পিউটার টেকনোলজি কর্মসংস্থানের ব্যাপ্তি কত বিশাল
হতে পারে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাকে সামিল করবে এই কম্পিউটার প্রযুক্তিবিদদের প্রথম সারিতে। এই কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রী হবে অবারিত কম্পিউটার সম্পর্কীত কর্মক্ষেত্রে প্রবেশের আপনার প্রথম চাবিকাঠি।

আমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি ডিপার্ট্মেন্টে অত্যাধুনিক ল্যাবে অত্যান্ত দক্ষ প্রশিক্ষক দ্বারা যুগোপযোগী প্রশিক্ষণ দেয়া হয়। এতে করে শিক্ষার্থীরা নিজেদের কর্মদক্ষ করে গড়ে তুলতে পারে যা তাদের একটি সফল ক্যারিয়ার এর দ্বার উন্মোচোন করে। 

ডিপ্লোমা ইঞ্জিয়ারিং কোর্সের পাশাপাশি শিক্ষার্থীদের  নিম্নোক্তো ৫ টি আন্তর্যাতিক কোর্সের প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হয়। এর ফলে শিক্ষার্থীদের শুধু দেশে নয়, বিশ্বব্যাপী কাজ করার দক্ষতা অর্জিত হয়। 

১. IT Essentials (CompTIA A+) with online certifications. 

২. Introduction to cybersecurity with online certifications.

৩. Cisco Certified Network Associate (CCNA).

৪. MikroTik Certified Network Associate with online certifications. 

৫. RedHat Certified System Administrator (RHCSA). 

 

আমাদের ইন্সটিটিউট ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজির জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। এক কথায় ISIT পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজির জন্য বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান।